মুক্ত বাজার অর্থনীতি কাকে বলে?
✉ বাজার অর্থনীতি
প্রশ্ন : বাজার অর্থনীতি কি?
অথবা, মুক্ত বাজার অর্থনীতি কাকে বলে?
উত্তর : বাজার অর্থনীতি’ বা মুক্ত বাজার অর্থনীতি’ বলতে এমন
এক ধরণের অর্থনৈতিক ব্যবস্থাকে বুঝায় যেখানে বাজার শক্তিসমূহের দ্বারা বাজার দ্রব্যের চাহিদা ও যােগানের ঘাত-প্রতিঘাতে স্বয়ংক্রিয় ভাবে দ্রব্য সামগ্রির দাম নির্ধারিত হয়। বাজার অর্থনীতি সরকারি নিয়ন্ত্ৰণযুক্ত কর্মকাণ্ড কোন প্রকার হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ আরােপ করে না। বাজার অর্থনীতি’ বা ‘মুক্ত বাজার অর্থনীতি মূলত ব্যক্তিস্বাতন্ত্রবাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
ব্যক্তিস্বাতন্ত্রবাদে বলা হয় যে, ব্যক্তির অর্থনৈতিক কার্যকলাপে সরকার কোন প্রকার হস্তক্ষেপ
করবেন না। ব্যক্তি যেমন ভােক্তা হিসাবে ভূমিকা পালন করবে তেমনি সে উৎপাদক হিসাবেও ভূমিকা পালন করবে। বাজার অর্থনীতি হলাে ভােক্তা ও উৎপাদকের মধ্যে বহু সংখ্যক স্বাধীন সিদ্ধান্তের ফসল যেখানে সব ব্যক্তি বাজারের মাধ্যমে তাদের কার্যকলাপ পরিচালনা করে। সংক্ষেপে বলা যায় যে, কোন প্রকার সরকারি হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ ব্যতীত মুক্তভাবে বাজার শক্তিসমূহ দ্বারা পরিচালিত অর্থনীতিকে ‘বাজার অর্থনীতি’ বা ‘মুক্ত বাজার অর্থনীতি’ বলে।
From Wiki
Also Read This –
১১ দফা আন্দোলন কী?
Nice