Micro Economics Brief Questions - Part 1 - Learn On Net

Micro Economics Brief Questions – Part 1


উপযােগ কি?

উত্তর : কোনাে দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে উপযােগ বলে।

মােট উপযােগ কি?

উত্তর : কোনাে একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের ভােগকৃত বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযােগ সমষ্টিকে মােট উপযােগ বলে।

প্রান্তিক উপযােগ কি?
উত্তর : কোনাে দ্রব্যের ভােগ এক একক বৃদ্ধির ফলে যে বাড়তি উপযােগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযােগ বলে ।
বিকল্প দ্রব্য কী? 
উত্তর : নির্দিষ্ট উদ্দেশ্য সামনে রেখে একটি দ্রব্যের পরিবর্তে অপরটি ব্যবহারের সুযােগ থাকলে সেই ধরনের দ্রব্যকে বিকল্প দ্রব্য বলে। পর্যায়গত উপযােগ কাকে বলে?
পর্যায়গত উপযোগ কাকে বলে?
উত্তর : ১ম, ২য় ও ৩য় এরকম সংখ্যাদ্বারা উপযােগ পরিমাপ করা হলে তাকে পর্যায়গত উপযােগ বলে।
“পরিমাণগত উপযােগ”-বলতে কি বুঝ? অথবা, সংখ্যাগত উপযােগ কি?
উত্তর : ১, ২, ৩ এ রকম সংখ্যা দ্বারা উপযােগ পরিমাপের পদ্ধতিকে পরিমাণগত উপযােগ বলে। 
গড় উপযােগ কাকে বলে?
উত্তর : মােট উপযােগকে মােট ভােগের পরিমাণ দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে গড় উপযােগ বলে।
পরিমাণগত উপযােগ বিশেষণের প্রবক্তা কে?
উত্তর : অধ্যাপক মার্শাল।
প্রান্তিক উপযােগ কাকে বলে?
উত্তর : অতিরিক্ত এক একক দ্রব্য ভােগের ফলে মােট উপযােগে যে পরিবর্তন আসে তাকে প্রান্তিক উপভােগ বলে।
সম-প্রান্তিক উপযােগ বিধি কি?
উত্তর : যে বিধির সাহায্যে একজন ভােক্তা বিভিন্ন দ্রব্যের  ক্রয়ের সময় তার সীমাবদ্ধ আয়ের সাহায্যে ক্রীত দ্রব্যসমূহের এককগুলাে হতে প্রাপ্ত প্রান্তিক উপযােগের মধ্যে সমতা আনয়ন করে তাকে সম-প্রান্তিক উপযােগ বিধি বলে।
মােট উপযােগ সর্বোচ্চ অবস্থায় হয় তখন প্রান্তিক উপযােগ কত?
উত্তর : শূন্য।
মােট উপযােগ যখন কমতে থাকে তখন প্রান্তিক উপযােগ কত?
উত্তর : ঋণাত্মক।
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযােগ বিধি কি?
উত্তর : ভােক্তা কোনাে একটি বিশেষ পণ্য যতই অধিক পরিমাণে ভােগ করতে থাকে ততই ঐ পণ্যের প্রান্তিক উপযােগ ক্রমশ হাস পেতে থাকে। প্রান্তিক উপযােগ কমে যাওয়ার এই নিয়মকেই ক্রমহাসমান প্রান্তিক উপযােগ বিধি বলে ।
নিরপেক্ষ রেখা কি?
উত্তর : কোনাে রেখার উপর অবস্থিত বিভিন্ন বিন্দু দ্বারা নির্দেশিত দুই বা ততােধিক দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণগুলাে যদি ভােগকারীর কাছে সমভাবে পছন্দসই হয় তাহলে সে রেখাকে নিরপেক্ষ রেখা বলে ।
নিরপেক্ষ মানচিত্র কি?
উত্তর : দুই অক্ষ বিশিষ্ট একই চিত্রে যখন কতকগুলাে নিরপেক্ষ রেখা পাশাপাশি অবস্থান করে তখন তাকে নিরপেক্ষ মানচিত্র বলা হয় ।
বাজেট রেখা কি?
উত্তর : বাজেট রেখা নির্দিষ্ট আয়ে দুটি পণ্যের সর্বোচ্চ ক্রয় ক্ষমতা নির্দেশ করে।
বাজেট রেখার ঢাল কি?
উত্তর : বাজেট রেখার ঢাল হল দুটি দ্রব্যের দামের অনুপাত ।
নিরপেক্ষ রেখা বিশ্লেষণে ভােক্তার ভারসাম্যের প্রয়ােজনীয় শর্ত কি?
উত্তর : নিরপেক্ষ রেখা ও বাজেট রেখা স্পর্শক হবে।
নিরপেক্ষ রেখার মাধ্যমে ভােক্তার ভারসাম্যের প্রয়ােজনীয় শর্ত কি?
উত্তর : MRS.y = , অর্থাৎ নিরপেক্ষরেখার ঢাল = বাজেট রেখার ঢাল।

Leave a Comment