Important Short Question Of Macro Economics - Part 1 - Learn On Net

Important Short Question Of Macro Economics – Part 1

সংজ্ঞা ও এক কথায় উত্তর

১। সামষ্টিক অর্থনীতি (Macroeconomics)

উত্তর ঃ অর্থনীতির যে অংশে সমাজের মানুষের সামগ্রিক অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান নিয়ে আলােচনা করা হয়

তাকে সামষ্টিক অর্থনীতি বলা হয় ।

২। GNP ব্যবধান (GNP gap)

উত্তর ঃ কোন নির্দিষ্ট সময়ে (সাধারণত ১ বছরে) একটি দেশে সম্ভাবনাময় GNP এবং বাস্তব GNP এর ব্যবধানকে

GNP ব্যবধান বলা হয়।

৩। ওকান বিধি (Okun’s law)

উত্তর ঃ অধ্যাপক আর্থার ওকান প্রবৃদ্ধির হার এবং বেকারত্বের হারের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গিয়ে যে মতামত ব্যক্ত

করেন তাই ওকান বিধি নামে পরিচিত।

৪। স্বাভাবিক বেকারত্বের হার (Natural Rate of Unemployment)
উত্তরঃ সম্ভাব্য GNP এবং বাস্তব GNP পরস্পর সমান হলে অর্থনীতিতে যে হারে বেকারত্ব বিরাজ করে, তাকে বলা
স্বাভাবিক বেকারত্বের হার (NRU)।
৫। সর্বনিম সহনীয় বেকারত্বের হার (Lowest Sustainable Unemployment Rate)
উত্তর ও স্বাভাবিক পরিস্থিতিতে কোন অর্থনীতি সর্বনিম যে বেকারত্ব ধারণ করতে পারে তাকে সর্বনিমম সহনীয়
বেকারত্বের হার (LSUR) বলে।
I NAIRU
উত্তর ঃ বেকারত্বের কোন নির্দিষ্ট হারে মুদ্রাস্ফীতি উর্ধ্বমুখী না হবার পরিস্থিতিকে NAIRU বলা হয়।
৭। বদ্ধ অর্থনীতি (Autarky Economy)
উত্তর ঃ যখন একটি দেশের সাথে অপরাপর দেশের বাণিজ্যিক ও বিনিময় সম্পর্ক বিবেচনার বাইরে রেখে পরিবার,
ফার্ম ও সরকারের সামষ্টিক অর্থনীতিক কার্যক্রম বিশ্লেষণ করা হয়, যখন তাকে বদ্ধ অর্থনীতি বলে ।
৮। সামগ্রিক যােগান (Aggregate Supply)
উত্তর ঃ প্রত্যেক দামস্তরে একটি দেশের সমস্ত ফার্ম মিলে যে পরিমাণ যােগান দিতে প্রস্তুত থাকে, তাকে সামগ্রিক
যােগান (AS) বলে ।
৯। বাণিজ্য চক্র (Business Cycle)
উত্তর ও সময়ের পরিবর্তনের প্রেক্ষিতে অর্থনৈতিক কর্মকান্ডের চক্রাকার উত্থান-পতনকে বাণিজ্য চক্র বলা হয় ।
১০। মজুরির লৌহ নিয়ম (Iron Law of Wage)
উত্তর ও শ্রমিকের সেই পরিমাণ মজুরি হওয়া প্রয়ােজন যেই পরিমাণ মজুরি প্রদান করলে শ্রমিক কোন রকম বেঁচে
থাকতে পারে । এর অধিক মজুরি শ্রমিককে প্রদান করা উচিত নয়। ক্ল্যাসিক্যাল অর্থনীতিবিদগণ একে Iron law of
Wage নামে অভিহিত করেন।
১১। বেকারত্ব (Unemployment)
উত্তর ঃ কাজ করতে ইচ্ছুক এবং কাজ করার শারীরিক ও মানসিক শক্তি থাকা সত্ত্বেও যদি প্রচলিত মজুরিতে একজন
শ্রমিক কাজ না পায়, তবে সে অবস্থাকে বলা হয় বেকারত্ব ।
১২। সামষ্টিক অর্থনৈতিক মডেল (Macroeconomics Model)
উত্তর ও সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহের আন্তঃসম্পর্ক একসেট সমীকরণ ও চিত্রের সাহায্যে প্রকাশ করা হলে তাকে
বলা হয় সামষ্টিক অর্থনৈতিক মডেল।
খ, সঠিক উত্তরটি লিখ ।

Leave a Comment