প্রশ্ন ॥১.৪৩৷ কম্পিউটারে কেন কম্পিউটারে কেন বাইনারি পদ্ধতি ব্যবহার করা হয় তা নিয়ে বর্ণনা করা হলাে :
১. আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন গণনার কাজে ব্যবহৃত সংখ্যা পদ্ধতিই হলাে দশমিক সংখ্যা পদ্ধতি যা দশটি মৌলিক চিহ্ন বা অংকের সমন্বয়ে গঠিত। অংকগুলাে হলাে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯। যেহেতু কম্পিউটার ইলেকট্রিক্যাল সিগন্যালের সাহায্যে কাজ করে তাই এই দশটি অংককে আলাদা আলাদাভাবে প্রকাশ করা অসম্ভব না হলেও খুবই কঠিন। কিন্তু বাইনারি সংখ্যায় ব্যবহৃত অংকগুলাে (০ ও ১) সহজেই ইলেকট্রিক্যাল সিগন্যালের সাহায্যে প্রকাশ করা যায়।
২. দশমিক সংখ্যা পদ্ধতির যাবতীয় হিসাব-নিকাশ বাইনারি সংখ্যা পদ্ধতির সাহায্যে করা যায় ।
৩. বৈদ্যুতিক সিগন্যাল চালু থাকলে অন (On) এবং বন্ধ থাকলে অফ (Off) দ্বারা প্রকাশ করা হয়। আবার বৈদ্যুতিক সিগনালকে High এবং Low দ্বারাও প্রকাশ করা হয়। আর বৈদ্যুতিক সিগন্যাল অন (On) বা High-১ কে দ্বারা এবং অফ (Off) বা Low-কে সহজেই ০ দ্বারা প্রকাশ করা যায়।
৪. বাইনারি সিস্টেমে দুইটি অবস্থা থাকার কারণে ইলেকট্রনিক্স সার্কিট ডিজাইন করা সহজ হয়।
৫. সাধারণত কম্পিউটার ডেটাকে কোডের (যেমন অ্যাসকি কোড) মাধ্যমে প্রকাশ করে। আর বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করা সুবিধাজনক।
৬. কোডগুলাে গঠিত হয় বাইনারি সংখ্যার মাধ্যমে। এ সকল বহুবিধ কারণে কম্পিউটার ডিজাইনে বাইনারি ।