প্রশ্ন: অপারেশন জ্যাকপট কি?
অথবা
অপারেশন জ্যাকপট সম্পর্কে টীকা লিখ।
উত্তর :
ভূমিকা : ১৯৭১ সালের ২৫ মার্চ পাকহানাদার বাহিনীকে রুখে দোয়ার মাধ্যমে শুরু হয় মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই যুদ্ধ পরিচালিত হয়। এই যুদ্ধে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিবাহিনী বিভিন্ন ধরনের অপারেশন পরিচালিত করে। তার মধ্যে অপারেশন জ্যাকপট অন্যতম একটি অপারেশন।
অপারেশন জ্যাকপট : ১৯৭১ সালের আগস্ট মাসে প্রথম সমম্বিত নৌকমান্ডাে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। যুদ্ধ পরিকল্পনাবিদগণ অধিক সাফল্য অর্জনে গােপনীয়তা রক্ষা এবং দল কমান্ডাের অপ্রতুলতার কারণে প্রথম অভিযান পরিচালনার জন্য চট্টগ্রাম ও মংলা দুটি সমুদ্র বন্দর এবং নারায়ণগঞ্জ ও চাঁদপুর নদীবন্দরকে নির্দিষ্ট করেন। এই সমন্বিত অভিযান “অপারেশন জ্যাকপট” হিসেবে পরিচিত।১৫ আগস্ট ১৯৭১, মধ্যরাতের পর বাংলাদেশের সমুদ্র ও নদীবন্দর কেঁপে উঠে কমান্ডােদের পাতা মাইনের বিরতীহীন বিস্ফোরণে । দখলদার বাহিনী ভীত-সন্ত্রস্ত হয়ে দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলে। বাণিজ্যিক জাহাজগুলাে প্রচণ্ডভাবে আক্রান্ত বুঝতে পারে
S.0.S বার্তা পাঠাতে শুরু করে। প্রবাসী বাংলাদেশ সরকারের নৌকমান্ডাে বাহিনীর মাইন হামলায় দখলদার বাহিনীর সাথে অন্যান্য দেশের পণ্য ও সমরাস্ত্র বাহিনী জাহাজ একের পর এক হামলায় তলিয়ে যায় চট্টগ্রাম, মংলা, চাঁদপুর ও নারায়ণগঞ্জ বন্দরে গভীর পানির নীচে। তবে পুরাে পরিকল্পনার দায়িত্ব ছিল ভারতীয় নৌবাহিনীর উপর। এ কাজের জন্য উচ্চ ট্রেনিং প্রাপ্ত লােকদের নিয়ে। একটা বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। এ বিষয়ে বিস্তারিত কর্মসূচি প্রণীত হয় নৌবাহিনীর হেডকোয়ার্টারে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, অপারেশন জ্যাকপটের মাধ্যমে বাংলাদেশের জলসীমায় একই সময়ে ২৬টি জাহাজ ও গানবােট ডােবানাের পর কেবল শত্রুবাহিনী আশ্চর্যান্বিত হয়নি, সারা বিশ্ব চমকিত হয়ে উঠে।